সেলুনের সামান্য ঘাড় মেসেজ, হতে পারে ভয়াবহ সারভাইকাল ডিস্ক প্রোলাপ্স
রাকিব, বয়স ২৫ বছর। নরসুন্দরের কাছে চুল কাটার পর একটু ঘাড়-পিঠ মালিশ করে নেয় ৫-১০ মিনিট। বিন ...
Health experience | Write here | Write and share your health experience to help community.
Abu rayhan
Monday, November 05, 2018
সবাইকেই কখনো না কখনো ওষুধ খেতে হয়। কিন্তু অনেকের ক্ষেত্রেই ওষুধের অপ্রীতিকর পার্শ্বপ্রতিক্রিয়া হয়ে থাকে। এতে ভীত না হয়ে রোগীরা যেন সতর্ক হতে পারেন, এইবেপারে কিছু পরামর্শ এখানে দেয়া হলো।
আয়রন ট্যাবলেট যন্ত্রণাদায়ক
আয়রন ট্যাবলেট খালি পেটে খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। কিন্তু এতে আবার পাকস্থলীতে সমস্যা দেখা দেয় বা পেটব্যথা হয় বা খারাপ লাগে অনেকেরই। তাই ‘খালি পেটে আয়রন ট্যাবলেট না খেয়ে সকালের নাস্তার সাথে সেবন করুন।’ এই পরামর্শ জার্মানির লোয়ার স্যাক্সনি রাজ্যের ফার্মেসি কর্মীর।
রাতে যদি ঘুম ভেঙে যায়
এমন অনেক নতুন রোগী আছেন, যাদের ‘ব্লাড সুগার’ বা ডায়াবেটিস কমানোর ওষুধ খাওয়ার পর রাতে ঘন ঘন বাথরুমে যেতে হয়। আসলে অনেক ওষুধের মধ্যেই মূত্রবর্ধক প্রভাব থাকে। যাদের এ সমস্যা হয়, তাদের জন্য পরামর্শ- রাতের ওষুধটি একটু আগেই খেয়ে নিন। তবে সব রোগী সমান নন। তাই রোগী আর অন্য আরো কোনো ওষুধ খান কিনা, সেটাও জানা দরকার।
ট্যাবলেট সেবনের পর ডায়রিয়া
ওষুধ খাওয়ার পর ডায়রিয়া বা পেট খারাপ হয় অনেকের। ওষুধের মধ্যে থাকা ‘ল্যাকটোজ’- এর কারণেই সাধারণত এমনটা হয়। অর্থাৎ তাদের ল্যাকটোজের অ্যালার্জি রয়েছে। এক্ষেত্রে ডাক্তারের সাথে আলোচনা করে ট্যাবলেটের বদলে ক্যাপসুল বা তরল ওষুধ দেয়া যেতে পারে। অবশ্য অ্যান্টিবায়োটিক সেবনেও এরকম হতে পারে। এ অবস্থা তিন দিনের বেশি হলে ডাক্তারের পরামর্শ নিন।
ওষুধ সেবনে চোখ জ্বালা
কিছু ওষুধ সেবনে চোখ জ্বালা করে, চোখটা শুকিয়ে যায় বা পানি গড়ায়। বিশেষ করে যারা ‘কন্ট্যাক্ট লেন্স’ ব্যবহার করেন। যেকোনো ফার্মেসিই চোখের জন্য ড্রপ পাওয়া যায়, এক্ষেত্রে সেগুলোর সাহায্য নেয়া যেতে পারে।
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ভয় পাবেন না
ওষুধ খাওয়ার ফলে যাদের পার্শ্বপ্রতিক্রিয়া হয়, তারা ভয় না পেয়ে বরং দ্রুত ডাক্তারের সাথে সরাসরি কথা বলুন। এর সঙ্গে খাওয়া-দাওয়ার অভ্যাস এবং জীবনযাত্রার মান পরিবর্তন করলেও অনেক সময় পার্শ্বপ্রতিক্রিয়া কম হতে পারে।
খোলাখুলি কথা বলুন
অনেকেই ওষুদের প্যাকেট থেকে ওষুধ সেবন বা ব্যবহারের নিয়মাবলীতে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া পড়েই ভয়ে পেয়ে যান। তবে সবারই যে একই রকম পার্শ্বপ্রতিক্রিয়া হবে, সেরকম কোনো কথা নেই। কারণ প্রতিটি মানুষই আলাদা! তাই ভয় না পেয়ে এ বিষয়ে খোলাখুলি কথা বলুন। মনে রাখতে হবে সুস্থ হতেই মানুষ ওষুধ খায়, অসুখে আক্রান্ত হতে নয়।
ওষুধ ককটেল
‘ওষুধ ককটেল’ অর্থাৎ বিভিন্ন ধরনের ওষুধ একসাথে খেলে এর প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে। তাই নতুন কোনো ওষুধ শুরু করার আগে রোগীর ডাক্তারের পরামর্শ নেয়া প্রয়োজন। শুধু তাই নয়, ডাক্তারকে এ কথাও জানানো জরুরি যে রোগী অন্য কোনো ওষুধ সেবন করেন কিনা।
আর যানতে আপনি যে ঔষধ খান সেটা উপড়ে বক্সে লিখে ছার্চ করুন আর জানুন এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে।
SHARE THIS
Share
antiseptic etc. old age sex kidney stones obicity excessive sweating cornea hepatitis b dry eye mania urinary incontinence dental pain mouth ulcers cystitis tia illness throat infections lactation hydration mastitis weight loss flatulence zinc deficiency bone night blindness cluster headache cervix snake venom gingivitis pain dandruff rashes peptic ulcer diarrhea nose
রাকিব, বয়স ২৫ বছর। নরসুন্দরের কাছে চুল কাটার পর একটু ঘাড়-পিঠ মালিশ করে নেয় ৫-১০ মিনিট। বিন ...
0 Like
স্বাভাবিক ডেলিভারি ঝুঁকিপূর্ণ হলে মা ও শিশুর সুস্থতার স্বার্থে সিজার পদ্ধতিতে ডেলিভারির প্ ...
2 Like
পুষ্টিকর উপাদান ছাড়া শরীর ঠিক থাকতে পারে না। আর পুষ্টির যোগান ঠিক রাখতে একাধিক খাবার এক ...
0 Like
ডায়বেটিস হলো রক্তের উচ্চ গ্লুকোজ জনিত স্বাস্থ্য সমস্যা। গ্লুকোজ একটি পদার্থ। তেমনি আমাদের ...
0 Like
হজমের সমস্যায় ভোগেন না, এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। চিকিৎসকদের মতে অস্বাস্থ্যকর খাওয়াদা ...
1 Like
পেটের চর্বি কি আপনার ঘুম হারার করে দিয়েছে? আজকাল ছোট বর অনেকেই এই সমস্যায় জর্জরিত। কিন্তু ...
1 Like
গত পর্বে লিখা হয়েছিল কিভাবে ক্রাঞ্চেস (Crunches) করবেন। না পরে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখে ...
1 Like
ইন্টারনেটে এখন যৌবনের অন্যতম গোপন সঙ্গী হয়ে দাঁড়িয়েছে পর্ন। লুকিয়ে চলা সেই নিষিদ্ধ কাজের আ ...
2 Like
Subscribe to our newsletter & stay updated
0