Health experience | Write here | Write and share your health experience to help community.

যৌনাঙ্গ ক্যান্ডিডিয়াসিস বা ছত্রাক সংক্রমণ কি? এটা কিভাবে ছড়ায়, এর লক্ষণ ও চিকিৎসা

Fahima Akter Wednesday, January 12, 2022


ক্যান্ডিডিয়াসিস হল এক ধরনের ছত্রাক সংক্রমণ। যা ক্যান্ডিডা নামক এক ধরনের খামিরের কারণে হয়। এটি খামির সংক্রমণের সবচেয়ে সাধারণ ধরনের একটি প্রক্রিয়া। যদিও ক্যান্ডিডার প্রায় শত প্রজাতি রয়েছে যা মানব দেহে সংক্রামিত হতে পারে। তবে তাদের মধ্যে সবচেয়ে সাধারণ হল ক্যান্ডিডা অ্যালবিক্যানস।


এই খামিরটি মানুষের শরীরের আর্দ্র এলাকায় যেমন- মুখ, যৌনাঙ্গ এবং গলার আশেপাশের অঞ্চলে বসবাস করে বলে জানা যায়। এটি কোনও সমস্যা ছাড়াই দীর্ঘ সময় ধরে উপসর্গবিহীন থাকতে পারে। জেনিটাল ক্যান্ডিডিয়াসিস হল এক ধরনের ইস্ট ইনফেকশন। যা যোনিতে ভারসাম্যহীনতার কারণে হয়ে থাকে। 




যৌনাঙ্গ ক্যান্ডিডিয়াসিস এর কারণ ও লক্ষণ

যৌনাঙ্গ ক্যান্ডিডিয়াসিস হলো সবচেয়ে সাধারণ ধরনের ছত্রাক যা ইস্ট ইনফেকশন সৃষ্টি করে। এই সংক্রমণের পিছনে সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে একটি হলো-

১. যোনির সূক্ষ্ম ভারসাম্য বিঘ্নিত হওয়া।

২. যোনির ভিতরে খামির অত্যধিক বৃদ্ধির দিকে নিয়ে যায়।


যৌনাঙ্গের ক্যান্ডিডিয়াসিসের কিছু সাধারণ লক্ষণ নিম্নরূপ:

১. যোনির ভিতরে চরম চুলকানি হয়।

২. যৌন মিলনের সময় ব্যাথা করে৷ 

৩. পনিরের মত যোনি স্রাব দেখা দেয়। 

৪. প্রস্রাব করার সময় জ্বলন্ত সংবেদন অনুভব হয়। 

৫. পায়ুর কাছে চুলকানি হওয়া এবং ফুসকুড়ি দেখা দেওয়া।

৬. যোনি পথে অসম্ভব ভাবে ব্যাথা অনুভব হয়৷ 




যৌনাঙ্গ ক্যান্ডিডিয়াসিস প্রতিরোধ 

পুরুষ এবং মহিলাদের মধ্যে মহিলাদের মাঝেই যৌনাঙ্গ ক্যান্ডিডিয়াসিস বেশি পরিমানে দেখা দেয়। অনেক মানুষ আছে বয়স বাড়ার সাথে সাথে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন কম থাকে। যার কারণে তাদেরও যৌনাঙ্গ ক্যান্ডিডিয়াসিস দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। যৌনাঙ্গ ক্যান্ডিডিয়াসিস প্রতিরোধের কিছু বিষয় বস্তু হচ্ছে- 


১/ সুতির অন্তর্বাস পড়তে হবে : বাতাসের প্রবাহ ঠিক রাখার জন্য নরম সুতি কাপড়ের প্যান্টি পরতে হবে। সেই সাথে নিজের যৌনাঙ্গের জায়গা শুষ্ক রাখতে হবে এবং খামিরের সংক্রমণের সম্ভাবনা কমাতে হবে। 


২/ আঁটসাঁট কাপড় পরা যাবে না: যখন কোন ব্যক্তি একটু বেশি টাইট কাপড় পরেন, তখন তার শরীরে অন্যরকম একটা ভাব চলে আসে। অতিরিক্ত টাইট ফিট জামা কাপড় পরিধান করলে শরীরে অন্যরকম একটা অসুবিধার সৃষ্টি হয়৷ যার কারণে কিছু কিছু পোশাক পরিধান থেকে এড়িয়ে চলাই ভালো। যেমন- জেগিংস, টাইট প্যান্টি, স্টকিংস এবং এমনকি চর্মসার ফিট জিন্স।


৩/ যতটা সম্ভব শোকনা পোশাক পরিধান করতে হবে। কেননা বেশি ক্ষন ভেজা অথবা শ্যাতশ্যাতে পোশাক পরিধান করলে যৌনাঙ্গের আশেপাশের এলাকায় বিভিন্ন রকম গুটি দেখা দেয়। আবার চুককানিও দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। 


৪/ মেয়েলি স্বাস্থ্যবিধি পণ্য এড়িয়ে চলতে হবে। যৌনাঙ্গের আশেপাশের এলাকা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তা না হলে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে হবে। 


৫/ পিরিয়ডের সময় স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে: মাসিকের সময় নিয়মিত স্যানিটারি ন্যাপকিন বদলাতে হবে। সেই সাথে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পোশাক ভালো ভাবে পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। 




যৌনাঙ্গ ক্যান্ডিডিয়াসিস চিকিৎসা

যৌনাঙ্গ ক্যান্ডিডিয়াসিসের লক্ষন গুলো দেখা দেওয়ার সাথে সাথেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা প্রয়োজন। চিকিৎসকের দেওয়া সকল ঔষধ সময়মতো সেবন করা প্রয়োজন। এছাড়াও যে কোন সমস্যা দেখা দিলে লজ্জা না পেয়ে সব কিছু চিকিৎসকের সাথে খোলামেলা ভাবে আলোচনা করা প্রয়োজন। এগুলো ছাড়াও চিকিৎসক রোগীকে কিছু ধরনের ঔষধ দিয়ে থাকেন। যেমন- 


১. ওরাল ফ্লুকোনাজল

২. অ্যান্টি ফাঙ্গাল ক্রিম/ লোশন

৩. ইনজেক্টেবল বি 


এসব রোগীর অবস্থান বুঝে চিকিৎসক প্রয়োগ করে থাকে। 


Share

You May Like

Cloud categories

hair loss typhoid fever cancer prevention excessive sweating strains nutrition scratches acute pain tetanus fever hypertension sex gastric ulcer throat infections disinfectant constipation old age calcium and vitamin d supplement meningitis insomnia anaphylaxis russell's viper and saw-scaled infected wounds iron supplement cavities cardiovascular disease lichen planus night blindness hypothyroidism antiseptic urinary incontinence osteoporosis cuts iron deficiency influenza helicobacter pylori

দিন দিন ডিপ্রেশন বেড়ে যাচ্ছে কি

বর্তমান সময়ে আমাদের জীবনের অন্যতম বড় সমস্যা ডিপ্রেশন। আমাদের পরিবার, বন্ধু-বান্ধব, এমনকী ন ...

1 Like

নাভির মধ্যে ৬৭ রকম ব্যাক্টিরিয়ার উপস্থিতি টের পেয়েছেন বিশেষজ্ঞরা

অনেকেই আছেন যারা অন্তরঙ্গ মুহূর্তে নাভিতে জিভ দিয়ে থাকেন । বিশেষজ্ঞরা বলছেন, মানুষের শরীরে ...

0 Like

কেন ডাক্তাররা সিজার করেন? জেনেনিন সিজার করার কারণ সমূহ

স্বাভাবিক ডেলিভারি ঝুঁকিপূর্ণ হলে মা ও শিশুর সুস্থতার স্বার্থে সিজার পদ্ধতিতে ডেলিভারির প্ ...

2 Like

আপনি কি অ্যালকোহল পান করেন ? কিছু বিষয় যেনে পান করুন

অ্যালকোহল এমন একটা পানীয় যা দেখলেই পান করতে মন চায়। আগের দিনে অ্যালকোহল জলের বিকল্প হিসেব ...

2 Like

পেটের চর্বি কমানর সহজ কিছু ব্যায়াম। পর্ব ১

পেটের চর্বি কি আপনার ঘুম হারার করে দিয়েছে? আজকাল ছোট বর অনেকেই এই সমস্যায় জর্জরিত। কিন্তু ...

1 Like

কিভাবে ঘরে বসেই অবাঞ্ছিত লোম দূর করবেন

এই অবাঞ্ছিত লোমের কারণে অনেককে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বিভিন্ন বিউটি টিট্রমেন ...

2 Like

পেটের চর্বি কমানর সহজ কিছু ব্যায়াম। পর্ব 2

গত পর্বে লিখা হয়েছিল কিভাবে ক্রাঞ্চেস (Crunches) করবেন। না পরে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখে ...

1 Like

রোজায় চোখ বা নাকের রোগীদের ড্রপ ব্যবহারে যে সমস্যা হয়

রোজায় চোখ বা নাকের রোগীরা যে সমস্যায় পড়েন সেটি হল রোজা রাখা অবস্থায় ড্রপ ব্যবহার করতে পারব ...

1 Like