Health experience | Write here | Write and share your health experience to help community.

আলসার কি? এর ধরন, লক্ষণ ও এর প্রতিরোধ

Fahima Akter Saturday, August 28, 2021


পাকস্থলীর ভেতরের দেয়ালের স্তরে আলসার হয়। সাধারণত আলসার পেট বা ছোট অন্ত্রের ভিতরের আবরণে পাওয়া যায়। পেপটিক আলসারের সবচেয়ে স্পষ্ট লক্ষন হলো পাকস্থলীতে আলসার। পাকস্থলীকে রক্ষার জন্য শরীরে পাতলা শ্লেষ্মার একটি স্তর থাকে, যখন এটি হ্রাস পায় তখন আলসার দেখা দেয়।


সাধারণত দুই ধরনের আলসার পাওয়া যায়।যেমন -

১. অয়েসোফাগাস আলসার এবং 


২. খাদ্যনালীর আলসার। 


উভয়ই একেবারে ভিন্ন কারণে ঘটে থাকে। যদিও অয়েসোফাগাস আলসার প্রকৃতিতে বিরল, এটি খুব একটা দেখা যায় না। এটি অ্যালকোহল সেবনের কারণে ঘটতে পারে। অন্যদিকে পাকস্থলীর আলসার সচরাচর প্রায় মানুষের মধ্যেই দেখা দেয়। বিভিন্ন কারণে খাদ্যনালীতে আলসাত দেখা দেয় যেমন- ধূমপান, ঔষধের সংস্পর্শ এবং জীবনযাত্রার উলট পালটের কারণেও ঘটে থাকে । জেনেটিক ফ্যাক্টর সহ বিভিন্ন রকম ঔষধ আলসারের সাথে বেশ কিছু ভাবে যুক্ত। কারণ এটি সম্পূর্ণভাবে আলসারের তীব্রতার উপর নির্ভর করে। 


আলসারের সর্বাধিক সাধারণ লক্ষণ হলো মানুষের বুক এবং পেটের বোতামের মাঝখানে একটি জ্বলন্ত সংবেদন বা ব্যাথা অনুভব হওয়া। আরেকটি লক্ষণ হলো রক্ত ​​বমি করা। যখন কোন ব্যক্তি ব্যাথার কারণে অ্যান্টাসিড খেয়ে থাকে তখন এই ব্যাথা কিছুটা নিরাময় হয়।



বিভিন্ন কারণে আলসার হয়, যেমন-

১/ আলসার এমন একটি ব্যাকটেরিয়া যা সাধারণত পেটের শ্লেষ্মার আস্তরণ এবং ছোট অন্ত্রের মধ্যে থাকে। ব্যথানাশক ঔষধ নিয়মিত খেলে আলসারের ঝুঁকি আরো বেড়ে যায়। 


২/ ধূমপান, অ্যালকোহল পান করা এবং মশলাদার খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত। কারণ এটি পেটের আস্তরণে জ্বালা সৃষ্টি করতে পারে।


৩/ হেলিকোবেকটার পাইলোরি ব্যাকটেরিয়ার মাধ্যমেও আলসার হওয়ার সম্ভাবনা থাকে। এই ব্যাকটেরিয়ার কারণে যদি আলসার হয় তাহলে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে এটি ছড়িয়ে যেতে পারে। একই গ্লাসে পানি অথবা এক প্লেটে খাওয়ার ফলে এটি ছড়িয়ে যায়। 



আলসারের লক্ষণ

হেলিকোবেকটর পাইলোরি ব্যাকটেরিয়া পেটের ভেতরের স্তরে প্রদাহ সৃষ্টি করে আলসারের কারণ হতে পারে। হেলিকোরেকটর পাইলোরি সংক্রমণ ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে প্রেরণ করা যেতে পারে, যেমন- চুম্বন, খাবার এবং পানি ইত্যাদি। নির্দিষ্ট ব্যাথা উপশমকারীদের নিয়মিত নন-স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি ড্রাগস (এনএসএআইডি) ব্যবহারের ফলে মানুষের পেট এবং ছোট অন্ত্রের আস্তরণকে জ্বালিয়ে দিতে পারে। পেপটিক আলসার বয়স্ক, প্রাপ্তবয়স্কদের মধ্যে বেশি দেখা যায়। যারা ঘন ঘন ব্যাথার ঔষধ খায় তাদেরও আলসার হওয়ার সম্ভাবনা থাকে। আলসারে ভুগছেন এমন ব্যক্তিদের এটি মোকাবেলা করা সত্যিই কঠিন হতে পারে। আলসার শরীরের বাহ্যিক বা অভ্যন্তরীণ পৃষ্ঠের একটি খোলা ঘা, যার ফলে প্রচুর ব্যাথা হয়। এটি ত্বক বা শ্লেষ্মা ঝিল্লিতে ভাঙার কারণে ঘটে। 


আলসার হলে আরো কিছু লক্ষন দেখা দেয়। যেমন -

১/ পেটের উপর এবং পেটের মাঝের অংশে অনেক ব্যাথা করে। পেটে জ্বলন্ত অনুভব হয়ে থাকে। এই ব্যাথা শুধুমাত্র অ্যান্টাসিড খাওয়ার মাধ্যমে উপশম করা যায়। 


২/ আলসারের ব্যাথা খাবার খাওয়ার কিছু ক্ষন পরে থেকেই শুরু হয়। গ্যাস্টিক শরীরের যে অংশে সেই অংশে ব্যাথা বাড়তে থাকে। গ্যাস্ট্রিক আলসার হলে পেটে ব্যাথা খাওয়ার পর পরই বৃদ্ধি পায়। যখন ডিউডেনাল আলসারের জন্য পেট ব্যাথা হয়, তখন খাবারের ২-৩ ঘন্টা পরে বৃদ্ধি পায়।


৩/ পেটের ব্যাথা যা খাওয়ার পরপরই বেড়ে যায়


৪/ ঘন ঘন বার্পিং বা ফুলে যাওয়া


৫/ বমি বমি ভাব আসা 


৬/ এক বার ঢেঁকুর উঠলে সহজে না থামা 


৭/ বমি আসার পর পরই শরীরে অবসাদ ভাব চলে আসা। 



আলসার প্রতিরোধে কিছু উপায় হলো : 

১. কিছু খাবার যেমন মসলাযুক্ত, সাইট্রাস, ফ্যাটি ইত্যাদি এড়িয়ে চলতে হবে। কারণ এটি মানুষের পেটের জন্য বিরক্তিকর হতে পারে। বিশেষ করে যে ধরনের খাবার খেলে পেট খারাপ হয়, জ্বালা পোড়া করে অই ধরনের খাবার এড়িয়ে চলাই ভালো। 


২. ধূমপান ত্যাগ করতে হবে। কারণ ধূমপান ডিউডেনাল আলসারের কারণ হতে পারে।


৩. দৈনন্দিন রুটিনে ব্যায়াম, স্ট্রেস-রিলিজিং ক্রিয়াকলাপ ইত্যাদি অন্তর্ভুক্ত করে জীবনের মান উন্নত করা সম্ভব। 


৪. অতিরিক্ত অ্যালকোহল সেবনের ফলে আলসার হতে পারে। এগুলি আলসারের বিকাশে অবদান রাখে। তাই অ্যালকোহল সেবন থেকে দূরে থাকাই ভালো।


৫. নন-স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি ঔষধ গ্রহণ করলে পেটের আস্তরণকে জ্বালাপোড়া করার ঝুঁকি কমতে পারে।সেইসাথে আলসারের বিকাশ রোধ করতে পারে।


৬. স্ট্রেস লেভেল পরিচালনা করা আলসারের বিকাশ রোধ করে। যোগব্যায়াম এবং অন্যান্য মন-শিথিল করার কৌশলগুলি অনুশীলন করতে হবে। যা আলসার প্রতিরোধে সহায়তা করে।


৭. সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে হবে। নিয়মিত হাত ধোয়া এবং পরিষ্কার রান্না করা খাবার খাওয়া আলসার প্রতিরোধের অনেকটা কার্যকর উপায়।



আলসারের চিকিৎসা

যদি কোন ব্যক্তি পেপটিক আলসারের আক্রান্ত হয়ে থাকে তাহলে আলসারের মূল কারণ চিহ্নিত করা অনেক গুরুত্বপূর্ণ। কারণ মূল কারণ চিহ্নিত করার পর চিকিৎসক ভালো ভাবে সেটার চিকিৎসা করতে পারেন। 


হেলিকোবেকটার পাইলোরি একটি ব্যাকটেরিয়া সংক্রমণ দ্বারা সৃষ্ট হওয়ার কারণে এটি চিকিৎসার জন্য পিপিআই সুপারিশ করা হয়।


সবচেয়ে সাধারণ পিপিআইগুলির মধ্যে কয়েকটি হল:

১. ওমেপ্রাজাল 


২. প্যান্টোপ্রাজল (প্রোটোনিক্স)


৩. রাবেপ্রেজোল (এসিপহেক্স) 


এগুলো পেটের অ্যাসিড কমায় এবং পেটের আস্তরণকে রক্ষা করে।


H2- রিসেপ্টর বিরোধী : এটি হিস্টামিন ব্লক করে শরীরে পাওয়া একটি রাসায়নিক এসিড উৎপাদনের সংকেত দেয়। অতএব, এটি পেটে অ্যাসিডের পরিমাণ হ্রাস করে। কিছু সাধারণ হিস্টামিন রিসেপ্টর ব্লকারের মধ্যে রয়েছে:


১. রানিটিডিন (জ্যান্টাক)


২. সিমেটিডিন (ট্যাগামেট)


৩. ফ্যামোটিডিন (পেপসিড)


অ্যান্টাসিড ব্যাথা কমাতে সাহায্য করে। খাবার খাওয়ার ১ ঘন্টা পর অ্যান্টাসিড খেতে হয়। খাবার খাওয়ার পর পরই এগুলো খাওয়া ঠিক না। আলসার থেকে নিরাময় পেতে হবে চিকিৎসকের দেওয়া সব গুলো পরামর্শই সঠিক ভাবে মেনে চলতে হবে। 



Share

You May Like

Cloud categories

sle excessive sweating gastric duodenal ulcer ebola hyperuricemia hiv pertussis aggression rickets gonococcal urethritis herpes simplex virus hives iron deficiency anemia urinary tract infection ascites tinnitus high blood pressure back pain hypertension stroke pain and fever cuts neurosyphilis salmonellosis sex peritonitis zinc skin rash bone marrow transplantation nausea cardiac arrest neuropathy infertility alzheimer's disease generalized anxiety disorder

দিন দিন ডিপ্রেশন বেড়ে যাচ্ছে কি

বর্তমান সময়ে আমাদের জীবনের অন্যতম বড় সমস্যা ডিপ্রেশন। আমাদের পরিবার, বন্ধু-বান্ধব, এমনকী ন ...

1 Like

নাভির মধ্যে ৬৭ রকম ব্যাক্টিরিয়ার উপস্থিতি টের পেয়েছেন বিশেষজ্ঞরা

অনেকেই আছেন যারা অন্তরঙ্গ মুহূর্তে নাভিতে জিভ দিয়ে থাকেন । বিশেষজ্ঞরা বলছেন, মানুষের শরীরে ...

0 Like

কেন ডাক্তাররা সিজার করেন? জেনেনিন সিজার করার কারণ সমূহ

স্বাভাবিক ডেলিভারি ঝুঁকিপূর্ণ হলে মা ও শিশুর সুস্থতার স্বার্থে সিজার পদ্ধতিতে ডেলিভারির প্ ...

2 Like

আপনি কি অ্যালকোহল পান করেন ? কিছু বিষয় যেনে পান করুন

অ্যালকোহল এমন একটা পানীয় যা দেখলেই পান করতে মন চায়। আগের দিনে অ্যালকোহল জলের বিকল্প হিসেব ...

2 Like

মাথায় উকুন হলে কি করবেন?

যার একবার হয়েছে সেই জানে এর কষ্ট। তাই তো সবাই বেঁচে বেঁচে থাকে উকুনের থেকে। কিন্তু তবু কি ...

0 Like

পেটের চর্বি কমানর সহজ কিছু ব্যায়াম। পর্ব ১

পেটের চর্বি কি আপনার ঘুম হারার করে দিয়েছে? আজকাল ছোট বর অনেকেই এই সমস্যায় জর্জরিত। কিন্তু ...

1 Like

কিভাবে ঘরে বসেই অবাঞ্ছিত লোম দূর করবেন

এই অবাঞ্ছিত লোমের কারণে অনেককে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বিভিন্ন বিউটি টিট্রমেন ...

2 Like

পেটের চর্বি কমানর সহজ কিছু ব্যায়াম। পর্ব 2

গত পর্বে লিখা হয়েছিল কিভাবে ক্রাঞ্চেস (Crunches) করবেন। না পরে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখে ...

1 Like