Health experience | Write here | Write and share your health experience to help community.

যেসমস্থ মানুষের এইচপিভি বা যৌনাঙ্গের ক্ষত রোগ বেশি হয়

Fahima Akter Wednesday, January 12, 2022


এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামে পরিচিত। এইচপিভি এমন একটি ভাইরাস যেটা মানুষের যৌনাঙ্গে ক্ষত সৃষ্টি করে। যদিও যৌনাঙ্গের ওয়ার্টগুলি নারী এবং পুরুষ উভয়কেই প্রভাবিত করে। এইচপিভি সাধারণত মহিলাদের বেশি প্রভাবিত করে। কিছু ধরণের এইচপিভি ভাইরাসের কারণে জরায়ুতে ক্যান্সার হতে পারে। তাছাড়া যৌনাঙ্গের চামড়ার চারপাশে ব্যাথা এবং অস্বস্তি হতে পারে। 


এইচপিভি ভাইরাসের কারণে মানুষের যোনি, ভলভা, লিঙ্গ, মলদ্বার, অন্ডকোষ এবং এমনকি জরায়ুতে চামড়ার রঙের পরিবর্তন হয়। এর কারণ হলো এইচপিভি ত্বকের পৃষ্ঠে বাস করে এবং ত্বকের আর্দ্র স্তরে আকৃষ্ট হয়। যখন এইচপিভি ভাইরাসের লক্ষন দেখা দেয় তখন সাথে সাথেই একজন ভালো চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত। চিকিৎসকের পরামর্শ প্রথম থেকে গ্রহণ করলে এইচপিভি ভাইরাস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এইচপিভি ভাইরাস এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে যাওয়া সম্ভব। 


যোনি, মৌখিক বা পায়ু সেক্সের মতো ঘনিষ্ঠ যৌন কর্মের সময় এই মার্টগুলি সহজেই একজন থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে যেতে পারে। যার কারণে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এইচপিভি ভাইরাসের লক্ষন মানুষের শরীরে সপ্তাহ, মাস থেকে এমনকি বছর পর্যন্ত প্রকাশিত হয়। এইচপিভি ভ্যাকসিন এইচপিভি যৌনাঙ্গের ক্ষত তৈরির ঝুঁকি কমাতে পারে। এইচপিভি ভাইরাসে আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে তবে তার বিশেষ কোন চিকিৎসা ছাড়াই এটি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রোগীর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেই ক্ষেত্রে তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে। 




এইচপিভির কারণ ও লক্ষণ

যৌনাঙ্গের ক্ষতগুলি এইচপিভি ভাইরাস দ্বারা সৃষ্ট হয়। যা যৌনাঙ্গ এলাকায় এবং তার চারপাশে কাটা এবং ঘর্ষণের মাধ্যমে ত্বকের পৃষ্ঠে প্রবেশ করে। অতএব যদি কোন ব্যক্তি যোনি, মৌখিক বা এমনকি পায়ূ সেক্সের সময় এইচপিভি ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসেন, তাহলে সুস্থ ব্যক্তিরও এটি সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে।


সবসময় এইচপিভির উপসর্গ গুলো বোঝা যায় না। এইচপিভির উপসর্গ দেখা দিলে যৌনাঙ্গে চুলকানি হতে পারে সেই সাথে ব্যাথা অনুভব হতে পারে। এইচপিভি ভাইরাস এড়িয়ে চলতে হলে অবশ্যই সংক্রামিত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। যদি কোন কারণে সমস্যা বেশি দেখা দেয় সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। 


এইচপিভি যৌনাঙ্গের ক্ষতগুলির অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে:

১. প্রস্রাবের প্রবাহ পরিবর্তন হওয়া 

২. দাগ ধূসর, মাংসের রঙের বা এমনকি স্যামন গোলাপী হতে পারে। 

৩. যৌনাঙ্গে চুলকানি এবং তীব্র ব্যাথা অনুভব হওয়া। 

৪. যৌনাঙ্গ থেকে রক্তপাত হওয়া। 

৫. যখন পুরুষদের মধ্যে এইচপিভি দেখা দেয় তখন তাদের লিঙ্গ, অণ্ডকোষ এবং রেকটাল এলাকায় সংক্রমিত হওয়ার সম্ভবনা থাকে। 

৬. মানুষের শরীরে যখন এইচপিভি ভাইরাস দেখা দেয় তখন অনেকটা আচিঁলের মতো আকৃতি ধারণ করে৷ মানুষের শরীরের বিভিন্ন জায়গা যেমন- যৌনাঙ্গ, হাত, মুখ, গলা ইত্যাদি জায়গায় এগুলো ধারণ করে। 

৭. শ্বাসযন্তে এইচপিভি ক্ষত সৃষ্টি করতে পারে। যেটার কারণে ল্যারিনক্স এবং টনসিল হওয়ার সম্ভাবনাও থাকে। 

৮. এইচপিভির লক্ষন গুলো প্রথমে দেখা দেয়, পরে সেটার ধীরে ধীরে পরিবর্তন রুপ ধারণ করা শুরু করে। 




এইচপিভি যৌনাঙ্গের ক্ষত প্রতিরোধ

এইচপিভি ভাইরাস যেকোনো যৌন ক্রিয়াকলাপের সময় যেমন- যোনি, মৌখিক এবং পায়ূ ত্বক থেকে ত্বকের যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এইচপিভি ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়া থেকে বাঁচার একমাত্র উপায় হলো যৌন মিলন এবং অন্যান্য যৌন ক্রিয়াকলাপ সম্পূর্ণভাবে বন্ধ করা।


এইচপিভি ভাইরাস এবং যৌনাঙ্গের ক্ষত থেকে সংক্রামিত হওয়া এড়ানোর সবচেয়ে কার্যকর উপায়গুলির মধ্যে অন্যতম হচ্ছে - 

১. গার্ডাসিল এবং 

২. গার্ডাসিল নামক একটি এইচপিভি ভ্যাকসিন। 


৯ থেকে ৪৫ বছর বয়সের লোকেরা যৌনাঙ্গের ক্ষত এবং স্ট্রেনগুলির বিরুদ্ধে সুরক্ষার জন্য এইচপিভি টিকা পেতে পারে। এইচপিভি যা জরায়ুর ক্যান্সারের সাথে যুক্ত। যার কারণে প্রতিটি ব্যক্তিকে অবশ্যই অরক্ষিত যৌনমিলন করা থেকে বিরত থাকা উচিত। সেই সাথে যৌনাঙ্গের ক্ষত এড়াতে যৌন মিলনের সময় কনডম ব্যবহার করা উচিত। এইচপিভি যৌনাঙ্গের ক্ষত যদি অধিক হারে বেড়ে যায় তাহলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ভাবেই তার যৌন সঙ্গীর সাথে মিলন করা ঠিক না। 




এইচপিভি যৌনাঙ্গের ক্ষত চিকিৎসা

যদি কোন ব্যক্তির এইচপিভি ভাইরাস মারাত্মক ভাবে আঘাত হানে তাহলে এটি সম্পূর্ন ভাবে নিরাময় করা খুবই কঠিন। তবে এই ক্ষেত্রে লক্ষন দেখা দেওয়ার সাথে সাথেই যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা হয়, তাহলে এটি নিরাময় করা অনেকটা সম্ভব। এই ক্ষেত্রে চিকিৎসক রোগীদের কিছু ঔষধের পরামর্শ দিয়ে থাকেন, যেমন-  


১. ইমিকুইমড- এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে। 

২. ট্রাইক্লোরোসেটিক এসিড

৩. Sinecatechins- এই ঔষধটি সবুজ চায়ের নির্যাস দিয়ে তৈরি

৪. পডোফিলক্স- এটি মশার বৃদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করে ।


যদি এইচপিভি যৌনাঙ্গের ক্ষতের দাগগুলো আকারে বড় হয় তবে আপনার অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। অস্ত্রোপচারের কিছু বিকল্প পদ্ধতি হলো- 


১. সার্জিক্যাল এক্সসিশন: চিকিৎসক বিশেষ সরঞ্জাম ব্যবহার করে দাগ দূর করে। 

২. লেজার ট্রিটমেন্ট: কিছু ক্ষেত্রে চিকিৎসা করা অত্যন্ত কঠিন সেগুলো লেজার ট্রিটমেন্ট ব্যবহার করে অপসারণ করা যায়। 

৩. ক্রায়োথেরাপি: তরল নাইট্রোজেন ব্যবহার করে দাগ জমে যায়। যার ফলে তাদের চারপাশে ফোসকা তৈরি হয়।


অনেক ব্যক্তি আছে যারা এই রকম এইচপিভি যৌনাঙ্গের ক্ষত নিয়ে চিকিৎসকের সাথে কথা বলতে সংকোচ বোধ করে। এতে করে তারা নিজেরাই নিজেদের কষ্ট বাড়িয়ে তোলে। পরবর্তীতে সমস্যা আরো বড় আকারের রুপ ধারণ করে। সেইজন্য এই সব সমস্যা না বাড়িয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা দরকার। সেই সাথে চিকিৎসকের দেওয়া ঔষধ নিয়মিত সেবন করা দরকার। 


Share

You May Like

Cloud categories

flu cobra pid runny nose duodenal ulcer aggression substance abuse disorders injuries herpes simplex nausea and vomiting iron supplement atherosclerosis vitamin-b lichen iron deficiency skin diseases old age genital warts prevention of tuberculosis strains neurosyphilis type 2 diabetes swine flu hiv / aids dry mouth bone marrow transplantation anxiety disorders common krait conjunctivitis bipolar disorder warts meningitis hepatic encephalopathy colds weight loss osteoarthritis

দিন দিন ডিপ্রেশন বেড়ে যাচ্ছে কি

বর্তমান সময়ে আমাদের জীবনের অন্যতম বড় সমস্যা ডিপ্রেশন। আমাদের পরিবার, বন্ধু-বান্ধব, এমনকী ন ...

1 Like

নাভির মধ্যে ৬৭ রকম ব্যাক্টিরিয়ার উপস্থিতি টের পেয়েছেন বিশেষজ্ঞরা

অনেকেই আছেন যারা অন্তরঙ্গ মুহূর্তে নাভিতে জিভ দিয়ে থাকেন । বিশেষজ্ঞরা বলছেন, মানুষের শরীরে ...

0 Like

কেন ডাক্তাররা সিজার করেন? জেনেনিন সিজার করার কারণ সমূহ

স্বাভাবিক ডেলিভারি ঝুঁকিপূর্ণ হলে মা ও শিশুর সুস্থতার স্বার্থে সিজার পদ্ধতিতে ডেলিভারির প্ ...

2 Like

আপনি কি অ্যালকোহল পান করেন ? কিছু বিষয় যেনে পান করুন

অ্যালকোহল এমন একটা পানীয় যা দেখলেই পান করতে মন চায়। আগের দিনে অ্যালকোহল জলের বিকল্প হিসেব ...

2 Like

গোপন ক্যামেরা শনাক্ত করার পদ্ধতি

আজকাল নিরাপত্তার উদ্দেশ্যে সিসি ক্যামেরা মানে গোপন ক্যামেরা ব্যবহৃত হয়ে থাকে। আবার বেশ কিছ ...

2 Like

পেটের চর্বি কমানর সহজ কিছু ব্যায়াম। পর্ব ১

পেটের চর্বি কি আপনার ঘুম হারার করে দিয়েছে? আজকাল ছোট বর অনেকেই এই সমস্যায় জর্জরিত। কিন্তু ...

1 Like

কিভাবে ঘরে বসেই অবাঞ্ছিত লোম দূর করবেন

এই অবাঞ্ছিত লোমের কারণে অনেককে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বিভিন্ন বিউটি টিট্রমেন ...

2 Like

পেটের চর্বি কমানর সহজ কিছু ব্যায়াম। পর্ব 2

গত পর্বে লিখা হয়েছিল কিভাবে ক্রাঞ্চেস (Crunches) করবেন। না পরে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখে ...

1 Like